সংযোগ মূল্য ও অন্যান্য খরচ
কিভাবে আইপি টেলিফোন নাম্বার/সংযোগ নিতে হবে?
আইপি টেলিফোন নাম্বার নিতে চাইলে যেকোন প্যাকেজ নির্বাচন করুন অথবা সাধারন হিসেবে নিচের পদ্ধতি গ্রহন করুন।
সংযোগ নিতে যা যা প্রয়োজনঃ
১) আপনার জাতীয় পরিচয় পত্রের উভয় পাশের ছবি (অরিজিনাল পরিচয় পত্র। ফটোকপি বা প্রিন্ট এর ছবি গ্রহনযোগ্য হবে না।), সদ্য নবায়নকৃত ট্রেডলাইসেন্স এর অরিজিনাল কপি এবং আপনার সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ এর ফরমাল ছবি আমাদের ইমেল করুন info@ip.vplit.com-তে।
২) রিপ্লাই ইমেল-এ আমরা নাম্বার এর তালিকা প্রদান করব পছন্দ করার জন্য।
৩) এর পর প্যাকেজ নির্বাচন করুন এবং আমাদের কল করুন বা ম্যাসেজ দিন আপনাকে কত পেমেন্ট করতে হবে, সেটা জানার জন্য। যেহেতু আমাদের কোন সেটাপ চার্জ নেই, তাই প্রতিদিন হিসাব করে প্রথম মাসের জন্য প্যাকেজ এর মূল্য পরিবর্তন হবে।
৪) আমাদের পেমেন্ট করুন এবং তথ্য সংরক্ষন করুন নতুন সংযোগ না পাওয়া পর্যন্ত।
৫) আমাদের নির্ধারিত অনলাইন ফরমটি পূরন করুন এবং আমাদের অবহিত করুন।
৬) ভিপিএস ছাড়া সকল সংযোগ ২৪ ঘন্টার মধ্যে সচল করে আপনাকে ইমেল-এ জানিয়ে দেওয়া হবে।
মূল্য ও সুযোগ-সুবিধা | ||
---|---|---|
* আইপি নাম্বার রেজিস্ট্রেশন (09678221XXX) | ৳ ২৫০/= | |
* এককালীন ইনস্টলেশন চার্জ | ফ্রি | |
** প্রতি মাসে ন্যূনতম ব্যবহার | যেকোন মোবাইল নাম্বারে ২০ মিনিট | |
** সর্বাধিক অ-ব্যবহৃত সময়কাল | ৯০ দিন | |
ইনকামিং কল (যেকোন নাম্বার) | ফ্রি | |
আউটগোয়িং কল | আইপি থেকে যেকোন আইপি নাম্বার | ফ্রি |
আইপি থেকে যেকোন মোবাইল ফোন অপারেট | ৳ ৪৫ পয়সা প্রতি মিনিট/ ৩০ সেকেন্ড পাল্স | |
আইপি থেকে বিটিসিএল নাম্বার | ৳ ৪৫ পয়সা প্রতি মিনিট/ ৩০ সেকেন্ড পাল্স | |
আইপি থেকে শর্ট কোড (১৬xxx) | বিটিআরসি কলরেট | |
আইপি থেকে ইন্টারন্যাশনাল কল | বিটিআরসি কলরেট |
১টি চ্যানেল ব্যবহারের জন্য মাসিক কোন চার্জ নেই। এটা সম্পুর্ন ফ্রি।
সকল বান্ডেল অফার, সাধারন সংযোগ মূল্য ও সেবার বহির্ভুক্ত থাকবেন ও সংযোগ মূল্য প্রযোজ্য হবে না।
* এই সুযোগটি রয়েছে শুধুমাত্র সাধারন গ্রাহকদের জন্য। কোন স্পেশাল নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
* টকটাইমের কোন নির্দিষ্ট মেয়াদ নেই। তবে প্রতি মাসে আপনাকে নূন্যতম টাকার কথা বলতে হবে। অন্যথায় এটা অব্যবহৃত হিসেবে ধরা হবে। কোন অ-ব্যবহৃত সংযোগ ৯০ দিন রেখে দিলে সেটা স্থগিত হয়ে যাবে এবং ১৮০ দিন ব্যবহার না হলে এটার নিবন্ধন বাতিল হবে। তখন বর্তমান গ্রাহক নাম্বারটির মালিকানা হারাবেন এবং নতুন করে বিক্রয়ের জন্য তৈরি হবে।
* ১৮০ দিন পর কোন সংযোগ বিক্রি হয়ে গেলে কোন প্রকার অভিযোগ প্রযোজ্য হবে না।
* নতুন সংযোগ এর ক্ষেত্রে বা যে কোন প্যাকেজ আপগ্রেড অথবা পরিবর্তনের জন্য ২৪ ঘন্টা সময় লাগতে পারে।
কল চার্জের সাথে সরকারী পরিষেবা হিসেবে ১৫% চার্জ প্রযোজ্য
ভিপিএল আইটি আইপি বিপিএক্স দিচ্ছে ক্লাউড আইপি পিবিএক্স, ক্লাউড আইপি টেলিফোনি, ক্লাউড কল সেন্টার প্যাকেজ সহ বান্ডেল আইপি টেলিফোনি সুবিধা। আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী পছন্দের প্যাকেজটি নির্বাচন করুন।
নতুন সংযোগের জন্য আবেদন ফর্ম
নতুন সংযোগ নিতে হলে গ্রাহকের জাতিয় পরিচয় পত্রের অরিজিনাল কপির উভয় পাশের ছবি, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স এর কপি আমাদের ইমেল করুন: info@ip.vplit.com আমরা ফিরতি ইমেল-এ সংযোগ নেওয়ার বিস্তারিত পদ্ধতি জানিয়ে দিব। কোন প্রকার অসম্পুর্ন আবেদন বাতিল করা হবে।