ক্লাউড টেলিফোনি পদ্ধতিকে ক্লাউড কলিং পদ্ধতিও বলা হয় যেটার আইপি পিবিএক্স সার্ভার ক্লাউডে হোস্ট করা থাকে। এর মাধ্যমে যেকোন প্রান্ত থেকে আভ্যন্তরীন কথা বলা সম্ভব। এই আইপি পিবিএক্স সার্ভারটি কোন তৃতীয় পক্ষ হোস্ট করে থাকে। এই পদ্ধতিতে হোস্ট নেম বা ডোমেন নেম পাবলিক আইপি দিয়ে রেজিস্টার করে কথা বলা হয়, যেটা যে কোন রিমোট লোকেশন থেকে কানেক্ট করা যায়। ছোট ও বড়, যেকোন প্রতিষ্ঠানের জন্য ফোনে কথা বলার জন্য সাশ্রয়ী একটি পদ্ধতি।